মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
মাগুরার শ্রীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য আব্দুল গফুর ও হাফিজার রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ২ টার দিকে উপজেলার চর উদাস গ্রামে এ ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় উভয় গ্রুপের ৫ জন আহত হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমির আইল কাটাকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য হাফিজার রহমান ও সাবেক ইউপি সদস্য আব্দুল গফুরের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় আব্দুল গফুর গ্রুপের জসিম (৪০), নবিরন (৪৫) ও আজম (২৫) এবং হাফিজার রহমান গ্রুপের এরশাদ খান (৩৫) ও নাজিল খান (২৮) মারাত্মক আহত হয়৷ আহত সকলেই শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।