মাগুরানিউজ.কম: শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে শনিবার রাতে বিবাদমান দুদলের সংঘর্ষে উভয় দলের ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশকে ৪ রাউন্ড গুলি ছুড়তে হয়েছে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওলাদ হোসেন ও এলাকা বাসি জানায়, মোর্তজাপুর গ্রামের জিন্নাহ মোল্লা এবং মইনউদ্দীন মোল্লার মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সে সুত্র ধরে শনিবার বিকালে উভয় দলের সমর্থকদের মাঝে তুচ্ছ ঘটনা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। রাত ১০ টার দিকে উভয় পক্ষের সমর্থক বরিশাট ও মোর্তজাপুর গ্রামের লোক জন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন পুলিশের উপর আক্রমন শুরু করে। পরিস্তিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৪ রাউন্ড গুলি ছুড়ে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে। এব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে। আহত লোকেরা মাগুরা ও শ্রীপুর হাসপাতালে ভর্তি হয়েছে।