ইউনিয়ন পর্যায়ে দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা বিতরণ কর্মসূচির আওতায় মাগুরা জেলার ৩টি ইউনিয়নের মোট ১০৫ জন মাকে ৬ মাসের ভাতা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা মহিলা বিষযক কর্মকর্তার সম্মেলন কক্ষে ভাতা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা মহিলা বিষযক কর্মকর্তা ফাতেমা জহুরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহিলা বিষযক কর্মকর্তা কার্যালয়ের প্রোগ্রাম কর্মকর্তা সালমা খাতুন, রুরাল ডেভেলপমেন্ট সেন্টারের (আরডিসি) নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানু ও এফপিএবির সহকারী জেলা কর্মকর্তা অরুন শীল প্রমুখ।
জেলার হাজিপুর, আঠারখাদা ও কুছুন্দি ইউনিয়ন থেকে ৩৫ জন করে মোট ১০৫ জনকে ৬ মাসের ভাতা বাবদ ২১শ’ করে টাকা প্রদান করা হয়।