মাগুরানিউজ.কমঃ
মাগুরার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সৈয়দ আতর আলী পাঠাগারের আজীবন সদস্যদের মতবিনিময় সভা জেলা প্রশাসক মুহম্মদ মাহবুবর রহমানের সভাপতিত্বে আজ শনিবার পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে পাঠাগারের জন্য ছয় সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়।
এতে জেলা প্রশাসক মুহম্মদ মাহবুবর রহমানকে অাহবায়ক, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আবু নাসির বাবলুকে সদস্যসচিব মনোনীত করা হয়। কমিটির অন্য চার সদস্য হলেন : পৌর মেয়র ইকবাল আখতার খান কাফুর, অ্যাড. হাসান সিরাজ সুজা, অধ্যাপক হাবিবুল হাসান এবং হায়দার রাশেদ মাহমুদ শাহীন।
সভায় জানানো হয় এই কমিটি আগামী ছয় মাসের মধ্যে গ্রহণযোগ্য সাধারণ সদস্য মনোনয়নসাপেক্ষে নতুন কার্যকরী কমিটি গঠনকল্পে নির্বাচন সম্পন্ন করবেন।
সভায় আহ্বায়ক কমিটির উল্লেখিত সদস্যসহ অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাহফুজুল হক নিরো, আব্দুর রউফ মাখন, অ্যাড. আলী আখতার দুখু, আলী আহম্মদ আহাদ, সাংবাদিক শামীম খান প্রমুখ।


