বিশেষ প্রতিবেদক-
মাগুরায় জেলা পুলিশের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাগুরার নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন,
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ, প্রেসক্লাব এর সভাপতি সাইদুর রহমান, প্রেসক্লাব এর সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মাগুরার নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সকল সাংবাদিকদের এক হয়ে কাজ করতে হবে। পুলিশ সুপার জানান, অবৈধ্য অস্ত্র উদ্ধার অভিযানের প্রথম দিনে মাগুরা জেলা পুলিশ ইতিমধ্যে
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাদ এলাকা থেকে গতরাতে পরিতাক্ত অবস্থায় একটি পিস্তল ও একটি সাটারগান উদ্ধার করেছে। মতবিনিময় সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৬০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।