মহম্মদপুরে পৃথক সংঘর্ষে আহত অর্ধশত,বাড়ি ভাংচুর

মাগুরানিউজ.কম:

images (3)মাগুরার মহম্মদপুরে পৃথক দুইটি সংঘর্ষে নারীসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ৪/৫টি বাড়িতে ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে। 

শনিবার দুপুরে উপজেলার বড়রিয়া ও নিখড়হাটা গ্রামে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ জন আহত হন। আহতদের মধ্যে সাঈদ, হেনা, আরব, ফারুক, আনিচ, সোনাই, আমিনুর, মিজানুর, সোনাউল্লাহ, আবুল, বিল্লাল, ইমদাদুলকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আবু সাঈদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিংসা নিয়েছেন।

সুত্র জানায়, শনিবার দুপুরে উপজেলার বড়রিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয়ে বিল্লাল হোসেন ও সাঈদ কাজীর মধ্যে বিরোধ চলছিল। তারা পরস্পর জামাই-শ্বশুর। পূর্ব বিরোধের জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। 

এদিকে শনিবার সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার নিখড়হাটা গ্রামের আপন সহোদর শরীফ শেখ ও নিজাম শেখের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত মুকুল, মশিয়ার, শুকুর, নজরুল, কদম, মছিয়ার, মাসুদ, ইলিয়াছ, আবজাল, আক্কাস, আহাদ, কামরুল, আতিয়ার ও রেখাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: