গত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে যাওয়ার পর থেকেই প্রতিশোধের প্রতীক্ষায় ছিল ডাচরা। গ্রুপ পর্বেই চার বছরের সেই অপেক্ষা শেষ হলো।
শুক্রবার সালভাদরে স্পেনকে ৫-১ গোলে উড়িয়ে দেয়া ম্যাচের পর ফন পের্সি বলেন, “পুরো নেদারল্যান্ডসের জন্য এটা একটা স্বপ্ন পূরণ।”
স্বপ্ন সত্যি করার পথে পের্সি নিজে জোড়া গোল করেন। অসাধারণ ফুটবল খেলেছেন জোড়া গোল করা আরিয়েন রবেনও। তবে ডাচদের এই সাফল্যের কৃতিত্ব কোচ ফন গালকেই দিলেন ৩০ বছর বয়সী পের্সি।
বিশ্বকাপ শেষ হলেই নেদারল্যান্ডস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেবেন ফন গাল। ক্লাবের ভবিষ্যত কোচ নিয়ে বেশ উচ্ছ্বসিত ফন পের্সি।
“আপনি যদি দেখেন, কিভাবে তিনি আমাদের প্রস্তুত করেছেন; ম্যাচটি কিভাবে এগোবে বলে তিনি অনুমান করেছিলেন। আর দেখলেনই তো, সেটা কিভাবে বা শেষ হলো-অবিশ্বাস্য।”
সমতাসূচক গোল করার পর পের্সি যেভাবে কোচের সঙ্গে উদযাপন করেছেন, সেটাও ছিল দেখার মতো। অসাধারণ এক হেড থেকে গোলটি করেই ডাগআউটে ছুটে যান পের্সি। ফন গাল সেখানে হাত উঁচিয়ে অপেক্ষা করেই ছিলেন প্রিয় শিষ্যের জন্য।