মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় সাব্বির বিশ্বাস (১৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত সাব্বির বিশ্বাস উপজেলার সাব্দালপুর ইউনিয়নের সোনাতুন্দি গ্রামের ইকরামুল বিশ্বাস দুলুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল ৩ টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ওয়াপদাহ যাওয়ার পথিমধ্যে উপজেলার লাঙ্গলবাদ-ওয়াপদা সড়কের জিকে আইডিয়াল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন,বিষয়টি জানতে পেরেছি সে মোটরসাইকেলে বাড়ি থেকে বেরিয়ে ওয়াপদা যাওয়ার সময় জিকে আইডিয়াল ডিগ্রি কলেজের নিকটবর্তী স্থানে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববতী গাছের সাথে আঘাত লাগে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।