মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাগুরার শ্রীপুরে শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে শ্রীপুর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের পাদদেশে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মিয়া নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান মোল্লা, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Like this:
Like Loading...