মাগুরায় উত্তম কুমার সাহা নামে এক ধান ব্যবসায়ীর কাছ থেকে ৭৪ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই হয়েছে।
রোববার বিকেল ৩টার দিকে উপজেলার মাগুরা-যশোর সড়কের ভাবনহাটি এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
উত্তম কুমার সাহা বাংলানিউজকে জানান, বিকেলে আড়পাড়া বাজার থেকে ব্যাগে করে ৭৪ হাজার টাকা নিয়ে তিনি বাইসাইকেলে মাগুরার ভাবনহাটি বাজারে ধান কিনতে যাচ্ছিলেন। এ সময় ৩ যুবক মোটরসাইকেলে এসে তাকে ভাবনহাটির ঢালের অদূরে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি পড়ে গেলে টাকার ব্যাগ ও মোবাইল ফোন সেটটি ছিনিয়ে নিয়ে যায় তারা।
এ ব্যাপারে পুলিশের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি বলে জানিয়েছেন মাগুরা সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তরিকুল ইসলাম।