মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে গ্রাম্য মারামারির ঘটনায় ২ কিশোর আহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার শ্রীকোল ইউনিয়নের বরিশাট গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো, রাহুল মোল্লা (১৬) ও রোমান শেখ (১৭)। বর্তমানে আহত ২ কিশোর মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করে শ্রীপুর থানা পুলিশ। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাসিম বিল্লাহ সংগ্রামের বিরোধ চলে আসছিলো। এ বিরোধের জেরে বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাট গ্রামের শরিফুল মোল্যার ছেলে রাহুল মোল্যাকে কিছু কিশোর ধারলো অস্ত্রের আঘাতে কুপিয়ে জখম করে। আহত ওই কিশোর শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাসিম বিল্লাহ সংগ্রামের সমর্থক। এ ঘটনার রেশ ধরে খোরশেদ শেখের ছেলে রোমান শেখকে গাংনালিয়া বাজার থেকে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। আহত ওই যুবক শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলামের সমর্থক বলে জানা যায়।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে। এবং একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।