মাগুরা নিউজ.কম: আসন্ন রমজান মাসের অফিসসূচি সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চালু থাকবে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে রমজানের এই অফিসসূচি অনুমোদন করা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও আধা স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান এই সময় অনুযায়ী অফিস চলবে।
জোহরের নামাজের জন্য বিরতি থাকবে দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত মোট ১৫ মিনিট।
তবে সুপ্রিম কোর্ট ও ব্যাংক-বীমা আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের সুবিধামতো সময়সূচি নির্ধারণ করবে। মোশাররাফ হোসাইন বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুন থেকে বাংলাদেশে রমজান মাস শুরুর সম্ভাবনা আছে।বরাবরের মত এবারও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের পর মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।
বর্তমানে অফিস সময় ৯টা থেকে ৫টা পর্যন্ত।