মাগুরানিউজ.কমঃ
রোগী হয়রানির দায়ে মাগুরা সদর হাসপাতালে অভিযান চালিয়ে এক দালালকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমি আক্তার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমি আক্তার জানান, দীর্ঘদিন ধরে মাগুরা সদর হাসপাতালকে ঘিরে একটি দালাল চক্র রোগীদের হয়রানি করে আসছে। এছাড়া চক্রটি ছিনতাইয়ের সঙ্গেও জড়িত বলে অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে মাস খানেক আগে এই হাসপাতালের চিহ্নিত দালাল সুজনকে (২৩) মৌখিকভাবে সাবধান (গণ উপদ্রব বন্ধের নির্দেশ দেওয়া হয়) করা হয়। কিন্তু তিনি এর তোয়াক্কা না করে একইভাবে রোগীদের হয়রানি করে আসছিলেন।
রোববার দুপুরে সদর হাসপাতালের সামনে একইভাবে রোগীদের হয়রানি করছিলেন সুজন। এসময় মাগুরা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্যরা তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। এসময় তিনি অপরাধ স্বীকার করায় দণ্ডবিধির ২৯১ ধারায় গণ উপদ্রব বন্ধের নির্দেশ অমান্য করে তা অব্যাহত রাখার অপরাধে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।