মাগুরায় পদবি পরিবর্তনের দাবিতে তিন দিনব্যাপী কর্মবিরতি শুরু করছে জেলা প্রশাসনে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীরা।এ উপলক্ষে সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করে। পরে দুপুরে কালেক্টরেট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। বুধবার পর্যন্ত লাগাতার এ কর্মবিরতি চলবে।
এ সময় বক্তব্য রাখেন- বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি, মাগুরা জেলা শাখার সভাপতি মো. আছাদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. নবীরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক অমৃত কুমার বিশ্বাস প্রমুখ। সভায় জেলার ৪ উপজেলায় কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীরা অংশ গ্রহণ করেন।
সভায় বক্তারা অবিলম্বে তৃতীয় শ্রেণির ওইসব কর্মচারীদের স্ববেতনে পদবি পরিবর্তনের দাবি জানান। এছাড়া মন্ত্রণালয়ে কর্মকর্তাদের তুলনায় জেলা পর্যায়ে কর্মরত কর্মচারীদের ব্যাপক বৈষম্য দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় সারাদেশে প্রশাসনের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এদিকে, এ কর্মসূচির কারণে জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সহ জেলা প্রশাসন সংশ্লিষ্ট সব অফিস থেকে সেবা গ্রহীতারা ফিরে যেতে বাধ্য হচ্ছেন।