মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালীর রায়পুর গ্রামে আলফু সর্দার (৬৩) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার ভোরে নিজের ঘরে হত্যার শিকার হন তিনি।
জমিজমা নিয়ে পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকান্ড সংগঠিত হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।
আলফু সর্দারের বড় ছেলে শফিকুল সর্দার জানান, তার বাবা নিজের ঘরে ঘুমাচ্ছিলেন। ভোর ৪টার দিকে একদল দুর্বৃত্ত তাকে কৌশলে ঘুম থেকে ডেকে তোলে। এ সময় তিনি ঘরের বাইরে বের হলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তারা পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পরিবার ও পুলিশের ধারণা, জমিজমা নিয়ে পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে।
সকাল সাড়ে ৯টার দিকে বাবুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত আলফু সর্দারের ২০-২৫ বিঘা কৃষিজমি ছিল। কৃষিকাজ করে তিনি জীবিকা নির্বাহ করতেন। তার স্ত্রী, ছয় ছেলে ও চার মেয়ে রয়েছে। তিনি অত্যন্ত নিরীহ প্রকৃতির লোক ছিলেন বলে এলাকাবাসী জানান।