মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলা পরিষদের পক্ষ থেকে জেলার ৩১ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মলয় চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম।
সেখানে বিশেষ অতিথি ছিলেন- জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার মোল্লা নবুয়ত আলী। সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন- অব্দুর রহমান, রেজাউর রহমান, জহুর-ই-আলম, আবু রেজা খোকন, আবু বক্কর, একরামুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা ৩১ মুক্তিযোদ্ধার প্রত্যেককে নগদ ৩ হাজার টাকা ও ফুল দিয়ে সংবর্ধনা জানান।