মাগুরানিউজ.কম:
মাগুরা জেলার মহম্মদপুরের জাঙ্গালিয়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে সনি (৫) নামের এক শিশু বাড়ীর পাশে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। সে জাঙ্গালিয়া গ্রামের ইউনুস শেখের পুত্র।
মহম্মদপুর হাসপাতাল জানায় নিজ বাড়ীতে খেলা করার সময় অসাবধান বশত সে পুকুরের পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। বেশ কিছু সময় পরে বাড়ীর লোকজন তাকে খোঁজা খুঁজি করলে পুকুরে নেমে তার লাশ উদ্ধার করা হয়। এঘটনার পর বাড়ীর লোকজন শিশুটিকে মহম্মদপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।