মাগুরানিউজ.কমঃ
ব্যাট-বলে দাপট দেখিয়ে টেস্টের পর ওয়ানডে সিরিজেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। টেস্টে ৩-০ এর পর ওয়ানডেতে ৫-০। সব মিলিয়ে ৮-০!
বাংলাদেশ সফরে এসে একটি ম্যাচেও জয় পায়নি সফরকারীরা। জয় বললে ভুল হবে। একটি ম্যাচেও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি জিম্বাবুয়ের ক্রিকেটারা। দলগত পারফরমেন্সের প্রভাব পড়েছে ব্যক্তিগত পারফরমেন্সেও। ব্যাটিং ও বোলিংয়ে শীর্ষে বাংলাদেশের ক্রিকেটাররাই।
বোলিংয়ে ওয়ানডে শীর্ষে রয়েছে বাংলাদেশের সেরা অলরাউন্ডার। তিন ম্যাচের টেস্টে ১৮ উইকেট নেওয়া সাকিব ওয়ানডেতে ১১ উইকেট নিয়েছেন। ৪২ ওভার বল করে ১২.৩৬ গড়ে ১৩৬ রান খরচ করেন মাগুরার এই তারকা।
সাকিবের পরই আছেন তিন ম্যাচ খেলা আরাফাত সানী। পরপর দুই ম্যাচে ৮ উইকেট নেওয়া সানী সিরিজে মোট ১০ উইকেট নেন। ৭.৮০ গড়ে এই উইকেট নিয়েছেন সানী। এরপর রয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। ৯ উইকেট নিয়েছেন নড়াইল এক্সপ্রেস। ১৬.৪৪ গড়ে ৯ উইকেট নেন মাশরাফি। জিম্বাবুয়ের পক্ষে নয়টি করে উইকেট নেন টিনাশে পানিয়াঙ্গারা ও টাফাজওয়া কামুনগোজি।