মাগুরানিউজ.কমঃ
বিশ্বের সবচেয়ে বড় মানব ক্রিসমাস ট্রি বানিয়ে গিনেজ রেকর্ড বুকে স্থান করে নিল মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস। ২ হাজার ৯ শ’ ৪৫ জন লোকের অংশগ্রহণে এই ক্রিসমাস ট্রি তৈরি হয়। রাজধানী তেঘুচিগালপাতে এই রেকর্ড করেন তারা।
মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি’র খবরে এ কথা বলা হয়।
দেশটির রাষ্ট্রপতি জুয়ান ওরল্যান্ডো হার্নান্দেজ গিনেজ সনদ গ্রহণ করেন। এর আগের রেকর্ডটি ছিল থাইল্যান্ডের। ২০১৩ সালে ৮৫২ জন শিশুর উপস্থিতিতে সেটি গড়া হয়েছিল।