এক মাসব্যাপী বিশ্বকাপ টুর্নামেন্টে প্রতিযোগিতা করছে ৩২টি দেশ। ট্রফি জয়ের লক্ষ্যে চূড়ান্ত লড়াই হবে ১৩ জুলাই রোববার রিওর স্টেডিয়ামে। পোর্তো সেগুরোর রাস্তাঘাট ছেয়ে গেছে জাতীয় পতাকার চাঁদোয়ায়। নিচ দিয়ে চলছেন পথচারী ও সাইকেল আরোহীরা।
২০১৪-র বিশ্বকাপ শুরু হয়েছে ১২ই জুন ব্রাজিল ও ক্রোয়েশিয়ার খেলা দিয়ে। এই উদ্বোধনী ম্যাচের আগে সাও পাওলোতে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ অনুষ্ঠান যাতে প্রকৃতি, মানুষ ও ফুটবলের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। সাও পাওলোর হুয়া পাদ্রে অগস্তিনো পনসে এলাকা।