
মাগুরানিউজ.কম:
১০০মন ফরমালিনযুক্ত আম ধ্বংস রাজধানীর গাবতলীতে ফরমালিনযুক্ত ১০০ টন আম ধ্বংস করা হয়েছে। এছাড়া ১০০ ঝুড়ি লিচু, ২০ মণ জাম ও চার টন পাকা পেঁপেও ধ্বংস করা হয়। শুক্রবার ভোরে ভ্রাম্যমাণ আদালত এগুলো ধ্বংস করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে¡ থাকা সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে আসা ফল পরীক্ষা করে ফরমালিনের মাত্রা নির্ণয় করা হয়। এর মধ্যে আমে সাত থেকে ১৪৩ পিপিএম, লিচুতে ১০-৬০ পিপিএম, জামে ২০-৩০ পিপিএম, পেঁপে ১৫-১৮ পিপিএম ফরমালিন পাওয়া গেছে।