স্পোর্টস ডেস্কঃ গত বছরের পরিসংখ্যান অনুযায়ী ডেভিড বেকহাম ছিলেন সবচেয়ে ধনী ফুটবল তারকা । এ বছর সে স্থান দখল করে নিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো । বেকহামের অবসর যাবার পরে সংশোধিত এ তালিকায় নিজের স্থান পাকাপোক্ত করেন রোনালদো ।
পূর্বের পরিসংখ্যান অনুসারে বেকহামের সর্বমোট সম্পদের পরিমাণ ছিল ১৬৫ মিলিয়ন পাউন্ড । পরিবর্তিত এ পরিসংখ্যান অনুযায়ী রোনালদো ১২২ মিলিয়ন পাউন্ড সম্পত্তির মালিক হয়ে সেরা ধনী ফুটবলার তালিকায় সবার শীর্ষে আছেন এখন ।
সবমিলিয়ে সেরা পাঁচজনের ব্যাপারে জানুন এখানে –
ক্রিস্তিয়ানো রোনালদোঃ
পর্তুগিজ এই ফুটবলার ক্লাব ফুটবলে খেলেন স্প্যানিশ রিয়াল মাদ্রিদের পক্ষে । তার মোট সম্পত্তির পরিমাণ ১২২ মিলিয়ন পাউন্ড । গত বছরের সেপ্টেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২০৬ মিলিয়ন ইউএস ডলারের বিনিময়ে রিয়াল মাদ্রিদ কিনে নেয় রোনালদোকে । তিনি বিভিন্ন বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের অ্যাম্বাসেডরও, সে তালিকায় আছে এম্পোরিও আরমানি, কোকাকোলা, নাইক, ক্যাস্ট্রল, মটোরোলা, কোনামির মতো প্রতিষ্ঠান ।
লিওনেল মেসিঃ
তালিকায় থাকা দ্বিতীয় আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসি বার্সেলোনার পক্ষে খেলেন । তার মোট সম্পত্তির পরিমাণ ১২০.৫ মিলিয়ন পাউন্ড । ক্লাব ফুটবলে সবথেকে বেশী বেতনের খেলোয়াড়ও তিনি । মেসিও অনেক নামকরা প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর যেমন, অ্যাডিডাস, তুর্কিশ এয়ারলাইনস, জাপানিজ ফেসিয়াল ইত্যাদি ।
স্যামুয়েল এতোঃ
ক্যামেরুনের এই খেলোয়াড়ের বর্তমান সম্পত্তির পরিমাণ ৭০ মিলিয়ন পাউন্ড । জাতীয় দল ছাড়াও খেলেন চেলসির হয়ে । পুমা, ফোর্ডের মতো প্রতিষ্ঠানের সাথে স্পন্সরশিপ আছে এতোর ।
ওয়েন রুনিঃ
তালিকাতে চতুর্থ স্থানে আছেন ইংল্যান্ডের জাতীয় দলের খেলোয়াড় ওয়েন রুনি । তার মোট সম্পদের পরিমাণ ৬৯ মিলিয়ন পাউন্ড । তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০১৯ সাল পর্যন্ত খেলার জন্য চুক্তিবদ্ধ ।
কাকাঃ
এ তালিকার সর্বশেষ খেলোয়াড় হচ্ছেন ব্রাজিলের কাকা । তার পুরো সম্পদের পরিমাণ ৬৭.৫ মিলিয়ন পাউন্ড । কাকাকে স্পন্সর করে আর্মানি জিনস, অ্যাডিডাস, সনি, গুয়ারানা ইত্যাদি ।