করেসপন্ডেন্ট:মাগুরা সদর উপজেলার মঘি এলাকায় নসিমনের ধাক্কায় হোসনেয়ারা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মে ২৬ সোমবার সকাল ৯টার দিকে মাগুরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসনেয়ারা সদর উপজেলার বুধরইপাড়া গ্রামের মৃত রোস্তম বিশ্বাসের স্ত্রী।
মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওজিয়ার রহমান জানান, সকালে আড়পাড়ায় যাওয়ার উদ্দেশে হোসনেয়ারা মঘির ঢাল এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি নসিমন তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এসআই।