মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
আছিয়ার বাড়িতে সোমবার সকালে তারেক রহমানের ঈদ উপহার পোঁছে দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সাবেক মহিলা এমপি ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসন সহ-সম্পাদক এ্যাড. নেওয়াজ হালিমা আরলী আছিয়ার পরিবারের হাতে এ ঈদ উপহার পৌঁছে দেন। তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রীর মধ্যে ছিল নতুন পোশাক, খাদ্য ও ঈদ সামগ্রী।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, শ্রীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, মুন্সি রেজাউল করিম, স্থানীয় বিএনপি, মহিলা দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। শিশু আছিয়ার উপর ঘটে যাওয়া নির্মম ঘটনার পর তা দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন তার চিকিৎসাসহ সবকিছুর দায়িত্ব নিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারই প্রেক্ষিতে এ ঈদ উপহার।
বিএনপির ত্রাণ ও পূনর্বাসন সহ-সম্পাদিকা সাবেক এমপি নেওয়াজ হালিমা আরলি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপাসন তারেক রহমান ধর্ষণের ঘটনায় নিহত শিশুটির পরিবারের সাথে আছেন। সব সময় তিনি খোঁজ খবর রাখছেন। পবিত্র ঈদ-উল ফিতরের ঈদ উপহার পাঠিয়েছেন তিনি। শুধু আছিয়া নয় সারা বাংলাদেশে নারী নির্যাতনে ভিকটিম হবে তাদের জন্য আইনি সহায়তা পাই সেজন্যে সেল করে দিয়েছেন। নারীদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তিনি খোঁজ রেখেছেন আছিয়ার মা তিন দিন একটা পোষাক পরে রয়েছে। তা দেখে তিনি মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের মাধ্যমেও ঈদ উপহার পৌঁছে দিয়েছেন। একটু হলেও ভাল কাঁটবে তাদের ঈদ আনন্দ।
এদিকে সকালে ঢাকা মিরপুরের বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা হোসনে আরা খাতুন আছিয়ার পরিবারকে ঈদ উপহার হিসেবে নতুন কাপড় ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করেছেন।তার পক্ষে মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক আছিয়ার মায়ের হাতে ঈদ উপহার তুলে দেন।