মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বহুল আলোচিত মাদক ব্যবসায়ী মোশারফ হোসেন মল্লিক (৩৬) নামে ব্যক্তিকে গাঁজাসহ আটক করেছে মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত মোশারফ উপজেলার ঘাসিয়াড়া গ্রামের মৃত ইবাদত মল্লিকের পুত্র।
জানা যায়, শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া মধ্যপাড়ার মোশারফ হোসেন মল্লিক দীর্ঘদিন ধরে পুলিশের চোঁখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। মাদকের বড় বড় চালান এলাকায় নিয়ে এসে বেচা-কেনা করতো এবং অধিকাংশ সময় সে গা-ঢাকা দিয়ে থাকতো।
এলাকায় মাদকের চালান আসা মাত্রই কিছু সময়ের জন্য লেনদেন সেরেই আবার গা-ঢাকা দিত সে। এছাড়াও সে বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদকের কারবার করে আসছিলো। যে কারণে তাকে আটক করতে প্রশাসনের বেশ বেগ পেতে হয়েছে।
মাগুরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মোশারফকে বেশ কয়েকবার আটকের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, কিন্তু হাল ছাড়েননি। রোববার দুপুরে গোপন সোর্সের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জানতে পারেন মাদক ব্যবসায়ী মোশারফ আজ এলাকাতেই আছে এবং তার কাছে মাদকও রয়েছে। এ তথ্যের ভিত্তিতে মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দিনের নির্দেশনায় পরিদর্শক এস এম জাফর উল আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘাসিয়াড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোশারফকে আটক করতে সক্ষম হন। এ সময় তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশী করে ৫’শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে আটককৃত মোশারফের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

