মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ মনিরুল ইসলাম (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। আটককৃত ব্যক্তি কুষ্টিয়া জেলার মিরপুর থানার কাঠদহ গ্রামের মোঃ আমিন উদ্দিন ঢালীর পুত্র।
শ্রীপুর থানা পুলিশ জানান, সোমবার (২৪ জুলাই) সন্ধ্যা রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে,কুষ্টিয়া হতে বরিশালগামী ইমন পরিবহনে মাদকের চালান আসছে এসংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার ওসি কাষ্ণন কুমার রায়ের নির্দেশে থানার এস আই আল আমিন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে নাকোল ইউনিয়নের মাঝাইল-মান্দারতলা গ্রামস্থ ওয়াপদা বাজার এলাকার ঢাকা-মাওয়া মহাসড়কে টহল দিতে থাকে। টহলের একপর্যায়ে সোমবার রাত অনুমান সাড়ে ০৮টার দিকে কুষ্টিয়া-বরিশালগামী ইমন পরিবহন তল্লাশী করে ৩ কেজি গাঁজাসহ মনিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হন। তার বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি নিয়মিত মাদক বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ কাষ্ণন কুমার রায় বলেন, মাগুরার পুলিশ সুপার মসিউদ্দৌলা পিপিএম( বার) মাগুরাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এরই অংশ হিসেবে শ্রীপুর থানা পুলিশও পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে এ অভিযান অব্যাহত রেখেছে।

