মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার চৌগাছী মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন রোববার উদ্বোধন করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে এ ভবন উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ্যাড. ইস্কান্দার আজম বাবলুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ও শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, দ্বারিয়াপুর কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড়, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান ফজলু, স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক শেখ সালাউদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওয়াজেশ আলী বিশ্বাস বাঁশি, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাজেদুল ইসলাম শিমুল, ছাত্রলীগের সভাপতি নাজমুল রাহুলসহ অন্যরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, ২০২১-২২ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৮৫ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে।

