শালিখায় গরু চোরের হাতে গরুর মালিক নিহত। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক- 

শালিখায় চুরি হয়ে যাওয়া গরু ছিনিয়ে আনতে গিয়ে সাজ্জাদ লস্কর(৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সাজ্জাদ উপজেলার আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামের মৃত সাহেব লস্কর এর ছোট পুত্র। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে সাজ্জাদ হোসেনের চাচাতো ভাই মিজান লস্করের গোয়াল ঘর থেকে সংঘবদ্ধ চোরেরা গরু চুরি করে ট্রাকযোগে নিয়ে যাওয়ার সময় মিজান বিষয়টি বুঝতে পেরে বাড়ির সবাইকে ডাকাডাকি করে। পরে মিজান, সাজ্জাদ ও প্রতিবেশী মাসুম বিশ্বাস চোরদের গাড়ির পথ অনুসরণ করে মোটরসাইকেলযোগে গাড়ির পিছু ছুটতে থাকেন। পরে মাগুরা সদর উপজেলার আসবা গ্রামের চৌরাস্তার মোড়ে পৌঁছালে গরু বোঝাই ট্রাকটি বালির বাঁধে আটকে যায় তৎক্ষণাৎ মোটরসাইকেল থেকে নেমে সাজ্জাদ লস্কর গরুবোঝাই ট্রাকে ঝাঁপিয়ে পড়লে চোরদের সাথে ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে সাজ্জাদ গরু বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। ঘটনাটি শোনামাত্রই মাগুরা জেলা পুলিশ সুপার জহিরুল ইসলাম এর নেতৃত্বে সহকারি পুলিশ সুপার হাফিজুর রহমান, শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস শালিখা থানা ওসি তদন্ত বিশারুলসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার ভুক্তভোগী পরিবারকে দোষীদের শাস্তির আওতায় আনতে সহযোগিতা কামনা করেন পাশাপাশি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণে শালিখা থানা পুলিশকে নির্দেশনা প্রদান করেন।

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: