মাগুরানিউজ.কমঃ
আলতাফ হোসেন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল আজ অনুষ্ঠিত হয়েছে। শহরের নোমানী ময়দানে বিকালে অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় শহীদ রাশেদ সেলিম ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। ট্রাইবেকারে ৪-২ গোলে বেরইল সুন্দরবন ক্লাবকে পরাজিত করে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হয়।
মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেন হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেন।
পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রুস্তম আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন, আশরাফুজ্জামান হিসাম প্রমুখ।
টুর্ণামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন শহীদ রাশেদ সেলিম ফুটবল একাদশের বাপ্পী ও সেরা গোলদাতা বেরইল সুন্দরবন ক্লাবের জনি। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার ও রানার্স আপ দলকে ১০ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়। টুর্ণামেন্টে ৮ টি দল অংশ নেয় ।
মাগুরার অন্যতম ক্রীড়া ক্লাব ইয়াং স্টার একাডেমী ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোক বিন্দু এ টুর্ণামেন্টের আয়োজন করে।