বিশেষ প্রতিবেদক-
“এডিস নির্মূলে সোচ্চার হই, দায়িত্বশীল নাগরিক হই” এই প্রতিপাদ্য বাস্তবায়নে আজ মাগুরায় ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় সচেতনতামূলক পথ প্রচার, মাইকিং, লিফলেট বিতরন, এডিস মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলা তথ্য অফিস এর আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় পথ প্রচার, মাইকিং, লিফলেট বিতরন, এডিস মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন, ইউনিসেফ বাংলাদেশ খুলনা ডিভিশনের চীফ অব ফিল্ড অফিসার মোঃ
কাওসার হোসেন। এডিস মশক নিধনে পথ প্রচার, মাইকিং, লিফলেট বিতরন ও
পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে জেলার বিভিন্ন হাট বাজারে, বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানে ও জনসাধারনের মাঝে লিফলেট বিতরন, ডেঙ্গু প্রতিরোধকল্পে এডিস
মশক নিধনে ঔষধ স্প্রে, ফগারগান স্প্রে, বিভিন্ন যায়গায় জমে থাকা পানি
পরিস্কার ও ময়লা আবর্জনা পরিস্কার রাখার জন্য জনসাধারনকে অবহিত করা হয়।
এডিস মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উপস্থিত ছিলেন, জেলা তথ্য
অফিসার পাভেল দাশ, ইউনিসেফ বাংলাদেশ এর চাইল্ড প্রোক্টেশন অফিসার মুমিনুন
নেছা শিখা, প্লানিং এন্ড মনিটরিং অফিসার নাসিদা আকবর, এস বি সি
কনসালট্যান্ট সুফিয়া আক্তার ও স্থানীয় নেতৃবৃন্দ। ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায়
সচেতনতামূলক পথ প্রচার, মাইকিং করে সবাইকে সচেতন হওয়ার আহব্বান
জানানো হয়।

