প্রথমবার- মাগুরায় পুলিশ মেমোরিয়াল ডে

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

মাগুরাতে আজ পালন করা হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে। এবারই প্রথম স্বাধীনতা পরবর্তীকালে দেশের বিভিন্ন স্থানে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করা মাগুরা জেলার ৫ পুলিশ সদস্যের পরিবারকে সংবর্ধনার অংশ হিসাবে ৩টি পরিবারকে মাগুরায় ও ২টি পরিবারকে ঢাকায় সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার সকাল ১০টায় মাগুরা পুলিশ লাইন চত্বরে এ সম্মাননা অনুষ্ঠিত হয়।

মাগুরা সদর উপজেলার বেরইল চাঁদপুর গ্রামের পুলিশ কনস্টবল বিনয় কুমার ঘোষ, মাগুরার মহম্মদপুরের ঝামার নারিকেলবাড়িয়া গ্রামের পুলিশ কনস্টবল লুৎফর রহমান ও মাগুরার শ্রীপুরের রায়নগর গ্রামের পুলিশ কনস্টেবল সোহরাব হোসেন। তাদের পরিবারের সদস্যদের বুধবার সকালে মাগুরা পুলিশ লাইন চত্বরে সম্মাননা জানানো হয়।

জানা যায়-  ঢাকায় সংবর্ধনা দেয়া হয়েছে ট্রাফিক পুলিশের সাব-ইন্সপেক্টর মাগুরার শ্রীপুরের সোনাতুন্দি গ্রামের রকিবুল ইসলাম ও মাগুরার শত্রুজিৎপুরের পুলিশ কনস্টেবল সৈয়দ আলী। তাদের পরিবারের সদস্যদের বুধবার সকালে ঢাকার মিরপুর পুলিশ স্টাফ কলেজ মাঠে সম্মানীত করা হয়েছে।

প্রয়াত এসব পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে মাগুরা পুলিশ লাইনে ইতিমধ্যে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। আজ সকালে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রয়াত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের নিয়ে স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করেন। পরে প্রয়াতদের প্রত্যেক পরিবারকে নগদ অর্থ ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার কনক কুমার দাস, সহকারি পুলিশ সুপার ছয়রুদ্দিন আহমেদ প্রমুখ।

এ সময় জেলার চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিভিন্ন দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
%d bloggers like this: