মাগুরানিউজ.কমঃ
অতিরিক্ত লোডিংয়ের কারণে মাগুরা-যশোর মহাসড়কের সীমাখালী চিত্রা নদীর উপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙ্গে পড়ায় জনদুর্ভোগে পড়েছে যাত্রীরা ও স্থানীয়রা।
ঘটনার পরপরই জরুরী প্রয়োজনে সকালে স্থানীয় উদ্যোগে নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে লোক পাড়াপারের ব্যবস্থা চালু করা হয়। এরপর স্থানীয় ছাত্রলীগের নেতা কর্মীরা এলাকাবাসির অনুদানে ৭৫টি বাঁশ সংগ্রহ করে সোমবার স্বেচ্ছাশ্রমে নদীর উপর সাময়িক চলাচলের জন্য এই সাঁকোটি তৈরী করে। অত্যাধিক মানুষের চাপে সেই বাঁশের সাঁকোটিও পানির নিচে তলিয়ে যায়।
ঘটনার ৩ দিন পর বুধবার (১৫ ফেব্রুয়ারি) মাগুরা সড়ক বিভাগ ভেঙ্গে পড়া ব্রিজের পূর্ব পাশে বাঁশ ও কাঠের তৈরি সাঁকো নির্মাণ করেছে পায়ে হেটে পারাপারের জন্য। এ সময় সড়ক বিভাগের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাঁকো নির্মাণের দায়িত্বে নিয়োজিত মাগুরা সড়ক বিভাগের ওয়ার্ক অ্যাসিস্টান্ট মো. আনোয়ার হোসেন সংবাদমাধ্যমে জানিয়েছেন, সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ব্রিজ ডিজাইনারসহ সহজের উর্ধ্বতন কর্তৃপক্ষ বুধবার দুপুরে ভেঙ্গে পড়া চিত্রা বেইলি ব্রিজ এলাকা পরিদর্শন করেছেন। ঐ স্থানে দ্রুততম সময়ের মধ্যে চারলেন সড়ক উপযোগী ব্রিজ নির্মাণের প্রয়োজনীয় কার্যাদী সম্পন্ন করার পদক্ষেপ গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেছেন ঐ প্রতিনিধি দল।
উল্লেখ্য, সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে যশোরগামী পাথর বোঝাই দশ চাকার ২টি ট্রাক যার আনুমানিক ওজন ৬০ টন ও মাগুরাগামী একটি কাভার্ড ভ্যান একই সাথে ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙ্গে পড়ে। এ সময় দুই সাইকেলআরোহী আহত হয়। অতিরিক্ত পাথর বোঁঝাইয়ের কারণেই ব্রিজটি ভেঙ্গে পড়ে বলে প্রাথমিকভাবে সড়ক বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশ বিভাগের কর্মকর্তারা জানান।


