মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা। আজ মহাসপ্তমী পূজা। সব সম্প্রদায়ের মানুষের মিলনমেলা এই পূজা সীমানা ছাড়িয়ে আজ সৌহার্দের কাত্যায়নী উৎসবে পরিনত হয়েছে। শত বছরের পুরোনো এ পূজা চলবে পাঁচ দিন।
আজ সন্ধা থেকেই শহরে বেড়েছে লোকসমাগম, জমজমাট পূজা প্রাঙ্গণ।
এদিকে শহর ছাড়িয়ে এখন জেলা জুড়ে ‘কাত্যায়নী পূজা’ অনুষ্ঠিত হচ্ছে। এ বছর মাগুরা জেলায় মোট ৯১টি মন্দির ঘিরে এখন উৎসবের আমেজ।
নানা বৈচিত্রের সম্ভার ঘটানো হয়েছে সারা শহরে। সুদৃশ্য তোরণ, বর্ণিল রঙের আলোকচ্ছটায় আলোকিত করা হয়েছে।