মানবিক তারুণ্য, করোনা প্রতিরোধে অনুসরণীয় মাগুরা | Magura News

মাগুরানিউজ.কমঃ

রাজীব মিত্র জয় –

প্রিয় তারুণ্য, সংকটময় এ সময়ে আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন নিশ্চিত। যুদ্ধকালীন এ সময়ে আপনার হাতেই দেশের ভাগ্য। মাননীয় প্রধানমন্ত্রী জনগনকে জরুরুী নির্দেশনা দিয়েছেন, এ যুদ্ধে আপনার দায়িত্ব ঘরে থাকা। আর নিজের সুরক্ষায় জীবানুমুক্ত হাত, এটাতো জেনেই গেছি।

প্রিয় নাগরিক, বাংলাদেশের করোনামুক্তি নিশ্চিত করতে আপনাকে দেয়া দায়িত্ব যথাযথ পালন করুন। বিষয়টি সর্বাধিক কার্যকরী করতে এসময়ে সামাজিক দুরত্ব নিশ্চিতে ‘সুক্ষা বৃত্ত’ বা সেফ সার্কেল পদ্ধতি অনুসরণ করুন। আপনার অবস্থানের স্থানকে ঘিরে একটা দৃশ্যমান অথবা অদৃশ্যমান সুরক্ষা বৃত্ত দিয়ে ঘিরে ফেলুন। যা আপনার অধিকতর সুরক্ষা নিশ্চিত করবে।

করোনাভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টায় বাংলাদেশ। পিছিয়ে নেই মাগুরা জেলা, বরং তুলনামূলক বিচারে অনেকটাই এগিয়ে রয়েছে মাগুরা। করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিতে মাগুরা থেকে শুরু হওয়া ‘সুরক্ষা বৃত্ত’ বা সেফ সার্কেল পদ্ধতি এখন দেশজুড়ে অনুসরণীয়। সময়োপযোগী এ কর্মকান্ডে ব্যাপক প্রশংসিত এর উদ্যোগ গ্রহনকারী স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠান ‘টিম বি’।

অপরদিকে তারুণ্যের উদ্যোগে শুরু হয়েছে মাগুরাকে জীবানুমুক্ত করার কার্যক্রম। শহরের প্রতিটি সড়ক জীবানুনাশক দিয়ে ধুয়ে ফেলার কাজ করছে পৌরসভা। অপরদিকে গ্রামে গ্রামেও চলছে এই কার্যক্রম।

মাগুরার গোপালগ্রাম ইউনিয়নসহ আশেপাশের এলাকায় এ বিষয়ে কাজ করছে স্থানীয় গোয়ালবাথান ব্লাড ডোনার্স ক্লাব। ক্লাবের প্রধান সমন্বয়ক তরুন সাংবাদিক মতিন রহমান জানিয়েছেন, গোপালগ্রাম ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান রাজিবের উদ্দোগে শুরু হয়েছে ইউনিয়ন জীবানুমুক্ত করার কার্যক্রম। প্রতিটি সড়ক জীবানুনাশক দিয়ে ধুয়ে ফেলার কাজ চলছে। এ কার্যক্রম চলমান থাকবে।

জরুরী প্রয়োজনে বাইরে যেতে হলে যেখানেই যখন যাবেন অবশ্যই সামাজিক দুরত্ব নিশ্চিত করুন। অপরকে উৎসাহিত করুন। সুরক্ষা নিশ্চিতে প্রতিটি ক্ষেত্রেই দৃশ্যমান ‘সুরক্ষা সার্কেল’ চিহ্নিত করা এখন সময়ের দাবি। ‘টিম বি’ সে লক্ষে কাজ করছে। আপনারা সেটা নিশ্চিত করুন। হোক তা যে কোন রঙে, চক কিংবা কিংবা কয়লার আচড়ে। নিরাপদ দুত্ব নিশ্চিত করবে বাংলাদেশকে এ যুদ্ধে জয়ে।

রাজীব মিত্র জয়, প্রধান নির্বাহী ‘টিম বি’, বাংলাদেশ।

( জরুরী প্রয়োজনে- ০১৮৬৬৬২৭১৬৭ )

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: