মাগুরানিউজ.কমঃ
একুশ মানে রক্তে কেনা আমার মায়ের ভাষা। একুশ মানে মাথা নত না করা। শব্দগুচ্ছের মধ্যে যে বিপ্লবী-দৃঢ়তা, প্রতিরোধ-প্রবণতা ও জাতিগত-শৌর্যবীর্যের প্রকাশ তা ঘটেছে কাল পরিক্রমায় বেড়ে ওঠা বাঙালির দৃঢ়চেতা রাজনৈতিক ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে কেন্দ্র করে।
সংগৃহীত অচেনা এক কবির লেখা –
একুশ মানে
একুশ মানে পলাশ শিমুল
একুশ মানে ভাষা
একুশ জাগায় মায়ের মনে
ছেলে ফেরার আশা ।
একুশ মানে প্রভাত ফেরি
একুশ চোখের জল
একুশ এলে মায়ের দু’চোখ
অশ্রুতে ছলছল ।
একুশ মানে বাঁচতে শেখা
আশা নিরাশা
একুশ মানে প্রত্যয়ী সুর
একুশ ভালবাসা ।
একুশ মানে প্রতিশ্রুতি
একুশ উচ্চ শীর
একুশ মানে ভাষার লড়াই
শহীদ মহাবীর।


