মাগুরানিউজ.কমঃ
‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০১৪’ এর জন্য ১০টি শ্রেণীতে ৩০ ব্যক্তি ও প্রতিষ্ঠান চূড়ান্তভাবে মনোনীত করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। পরিবেশ ও বন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে জানিয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম শনিবার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেবেন।’
প্রতিটি শ্রেণীতে পুরস্কারপ্রাপ্তরা সনদ, ক্রেস্ট ও চেক পাবেন। প্রথম পুরস্কারের জন্য ৩০ হাজার, দ্বিতীয় পুরস্কারের জন্য ২০ হাজার ও তৃতীয় পুরস্কারের জন্য ১৫ হাজার টাকা দেওয়া হবে।
ব্যক্তি মালিকানাধীন নার্সারি শ্রেণীতে প্রথম খুলনা জেলার ফুলতলার বুড়িয়ার ডাঙ্গার মেসার্স সাথী নার্সারীর পারভীন বেগম, দ্বিতীয় পিরোজপুর জেলার নেছারাবারের জগতপট্টির নেছারাবাদ নার্সারির রুমা বেগম ও তৃতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মাগুরা সদরের স্টেডিয়াম পশ্চিম পাড়া কুকনা গ্রামের চুমকী খাতুন।


