মাগুরানিউজ.কমঃ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. ড. বীরেন শিকদার এমপি বলেছেন, মাগুরাকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করতে হলে জেলার যুবসমাজকে শ্রমিক হিসেবে নয়, দক্ষ জনশক্তি হিসেবে বিদেশে পাঠাতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে বাংলাদেশ এখন নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
শনিবার মাগুরা শিল্পকলা একাডেমি মিলানয়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আলোচনা সভায় মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. এফবিএম আবদুল লতিফ, জেলা পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত উপ-পরিচালক আমিনুল ইসলাম, সরকারি মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ডা. নন্দদুলাল বিশ্বাস প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। সর্বক্ষেত্রে মানুষের জীবন যাত্রার মান বেড়েছে। ১৬ কোটি জনসংখ্যার এ দেশে এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ইতিমধ্যে আমরা বিদেশে চাউল রফতানী করছি।
এর আগে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
আলোচনা সভা শেষে এ বছর মাগুরায় পরিবার পরিকল্পনায় বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিরা হলেন-শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা ক্লিনিক ও সিবিডি-২ ক্যটাগরিতে এফপিএবি মাগুরা, বিশেষ কর্ম ইউনিটে এফডব্লিউ এ হোসনে আরা খাতুন, মহম্মদপুরের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনায় দিঘা ইউনয়ন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র্র হিসেবে চাউলিয়া, শ্রেষ্ঠ ইউনিয়ন চাউলিয়া, শ্রেষ্ঠ এফডব্লিউ ভি মেলেনা আক্তার, চাউলিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ উপজেলা পরিষদ হিসেবে মাগুরা সদর।


