মাগুরানিউজ.কমঃ
আমরা সভ্য, আমরা এগিয়ে যাচ্ছি, কত বিশেষণইনা আমরা বিশেষিত। হ্যাঁ দিন-দুপুরে শিশু পিটিয়ে হত্যা করা হচ্ছে তাও আমরা দেখছি।
খুঁটির সঙ্গে বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হল শিশু রাজনকে। মনুষ্যত্বকে বিলিন দিয়ে এই সভ্যতায় এসেও আমরা দেখছি হিংস্রতার জয়োল্লাসে মেতে উঠে হত্যাযজ্ঞ।
আসুন আমরা সোচ্চার হই, যেন দ্বিতীয় কোন রাজন এইরকম নির্মম হত্যার শিকার না হয়।
হিংস্রতাকে দমন করে মনুষ্যত্বের জয় হোক।
,


