মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুরে আজ বৃক্ষরোপণ কর্মসূচী ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়।
‘দিনবদলে বাংলাদেশ, ফল বৃক্ষে ভরব দেশ ’- এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. ড. শ্রী বীরেন শিকদার এমপি।
মহম্মদপুর উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে র্যালিতে অংশ নেন।
মেলায় ২০টি স্টলে বিভিন্ন ফলের প্রদর্শনী ও ফলদ গাছ বিক্রয় করা হচ্ছে। মেলা ১৩ জুলাই পর্যন্ত চলবে।
উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলেক্ষে আয়োজিত সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাওসার হোসাইন, সিদ্দিকুর রহমান, হাবিবুর রহমান, গোলাম রব্বানী, ওসি আতিয়ার রহমান শেখ, ম্যাজিস্ট্রেট দীপক রায়, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক রিয়াজুল আলম খান ও জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক পার্থ প্রতীম সাহা।
অনুষ্ঠান শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষকদের হাতে গাছের চারা, আগুনে ক্ষতিগ্রস্তদের ঢেউ টিন, নগদ টাকা ও ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করেন।



