‘জয় বঙ্গবন্ধু’ || A Tribute to Bangabandhu

‘জয় বঙ্গবন্ধু’

রাজীব মিত্র জয়

জয় বাংলা……. জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু……. জয় বঙ্গবন্ধু।।

স্লোগানে স্লোগানে মুখরিত প্রান্তর,
জনসমুদ্র রেসকোর্স…..।
শত বছরের শত সংগ্রাম শেষে,
নতুন সূর্যের প্রতিক্ষা।
রক্তলাল সূর্য।।

প্রকম্পিত আকাশ বাতাস,
জয় বাংলা….বাংলার জয়।
অনেক সয়েছি… আর নয়,
প্রাণ যায় যাক, তবু মাথা নোয়াবার নয়।
হবে হবে জয়, হবে নিশ্চয়ই।।

এলো সেই মহেন্দ্রক্ষণ,
জনতার মঞ্চে আবির্ভূত মহান নেতা,
ইতিহাসের মহানায়ক, বাঙালির সংগ্রামী প্রেরণা-
‘বঙ্গবন্ধু’ শেখ মুজিবুর রহমান।।

নিশ্চুপ রেসকোর্স জনসমুদ্র…..
বজ্রকন্ঠে ধ্বনিত হলো জীবনের আহবান।
রচিত ইতিহাস, বাঙালির জয়গান…
”রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো।
এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
জয় বাংলা।”

হৃদয়ে লাগিলো দোলা, জনসমুদ্রে জোয়ার,
পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে উজ্জীবিত বাঙালি…
পেলো মুক্তিসংগ্রামের চুড়ান্ত পরিণতি…
মহান মুক্তিযুদ্ধের প্রেরণা।
লাখো প্রাণের আত্মত্যাগ, সাগর রক্তের বিনিময়…
বিশ্ব অবাক তাকিয়ে রয়,
বাঙালি মাথা নোয়াবার নয়।
জয় বাংলা…বাংলার জয়।।

– জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বিশেষ শ্রদ্ধাঞ্জলী।-

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
%d bloggers like this: