মাগুরায় হাজতির মৃত্যু

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

মাগুরা জেলা কারাগারে আয়ুব মোল্যা (৭০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার সকাল ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর সোমবার সারঙ্গদিয়া বাজার থেকে র‍্যাব-৬ তাকে গ্রেপ্তার করে। তারপর থেকেই সে আতঙ্কিত হয়ে পড়ে। তাঁর বয়স ৭০ বছর। তাকে এ বয়সেও মিথ্যা নাশকতা মামলায় ফাঁসানো হয়। রোববার রাত ৮টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

আয়ুব মোল্যা মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের মৃত আরশাদ আলী মোল্যার ছেলে। মাগুরা জেলা কারাগারের জেলার শেখ মো. মহিউদ্দীন হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলার শেখ মো. মহিউদ্দীন হায়দার জানান, ২০২৪ সালের ১০ অক্টোবর মাগুরা সদর থানায় একটি বিস্ফোরক মামলায় গত ৫ নভেম্বর মঙ্গলবার থেকে মাগুরা জেলা কারাগারে ছিলেন আয়ুব মোল্যা। তিনি হৃদরোগসহ বিভিন্ন রোগে ভূগছিলেন। গত ১৭ নভেম্বর হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারাগারে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠান। পরে অবস্থার অবনতি হলে ১৮ নভেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷

এ বিষয়ে খুলনা জেল সুপার নাসিরুদ্দিন প্রধান জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ নভেম্বর রোববার সকাল ১১ টায় তাঁর মৃত্যু হয়। তিনি হৃদরোগসহ বিভিন্ন রোগে ভূগছিলেন।

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: