প্রতিনিধি:যৌতুক না পেয়ে মাগুরার শ্রীপুর উপজেলায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।শনিবার সকালে উপজেলার নবগ্রাম গ্রামের গৃহবধূ আখিঁ বেগমের মৃত্যু হয়। আঁখি ওই গ্রামের রিয়াজের স্ত্রী।আখিঁর চাচা মোক্তার শেখ বলেন, নয় মাস আগে রিয়াজের সঙ্গে আখিঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই রিয়াজ যৌতুকের দাবিতে আখিঁর ওপর নির্যাতন করে আসছিল। নির্যাতনের ভয়ে কিছুদিন আগেও আখিঁ বাবার কাছ থেকে পাঁচ হাজার টাকা এনে দেয়।
তিনি অভিযোগ করেন, কিন্তু কয়েকদিন ধরে রিয়াজ আবারো টাকার জন্য চাপ দেয়। এতে অপারগতা প্রকাশ করলে রিয়াজ আবারো তার ওপর নির্যাতন শুরু করে।