শ্রীপুরে ৪’শ পিচ ইয়াবাসহ মাদক সম্রাট হামিদুল ও তার দুই সহযোগী আটক

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে ৪’শ পিচ ইয়াবাসহ এলাকার চিহ্নিত মাদক সম্রাট মো. হামিদুল ইসলাম (৩৫) ও তার দুই সহযোগীকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার কাজলী গ্রামে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। মাদক সম্রাট হামিদুল কাজলী গ্রামের শহর আলী বিশ্বাসের ছেলে। এছাড়া আটককৃত অন্য মাদক ব্যবসায়ীরা হলো, মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী পশ্চিমপাড়া গ্রামের মো. শাহজাহান মীরের ছেলে মিন্টু মীর (৩৭) এবং একই গ্রামের মৃত মুন্সি আব্দুর রশিদের ছেলে নাজমুল হাসান রমেল (৪১)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশকে একটি টিম কাজলী গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ মাদক সম্রাট হামিদুলের নিজ বাড়িতে অভিযান চালিয়ে হামিদুলের কাছ থেকে ৩০০ পিচ ইয়াবা উদ্ধার করে। সে এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী। এছাড়া মাদক ব্যবসায়ী মিন্টু মীরের কাছ থেকে ৫০ পিচ এবং নাজমুল হাসানের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ১৫ হাজার ১’শ টাকা উদ্ধার করে পুলিশ।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: