মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে মো. টিটো মিয়া নামে এক ব্যক্তির ধরন্ত আমগাছ তুলে ফেলেছে দূর্বৃত্তরা। এ সময় বাঁশের বেড়া ভেঙে অন্তত ৩০ টি ধরন্ত আমগাছ তুলে ফেলে তারা। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে উপজেলার নাকোল ইউনিয়নের বরালিদহ গ্রামে।
প্রতিবেশী আব্দুর রাজ্জাক ও স্ত্রী রোজিনা খাতুন বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়ির পাশের জমি থেকে রাতের আধারে কে বা কাহারা বাঁশের বেড়া ভেঙে ৩০ টি ধরন্ত আমগাছ তুলে পাশের জঙ্গলে ফেলে দিয়েছে। এ কাজ যারা করেছে, ঠিক করেনি।
অভিযোগকারী মো. টিটো মিয়া বলেন, আমার লাগানো ৩০ টি ধরন্ত আমগাছ বুধবার দিবাগত রাতে কে কাহারা তুলে ফেলেছে। গাছগুলো নষ্ট করে দিয়েছে। আমি সকালে এসে দেখার পর নাকোল পুলিশ ফাঁড়িকে অবহিত করেছি। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী বলেন, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Like this:
Like Loading...