শ্রীপুরে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ৯টায় শ্রীপুর সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রীপুর সেন্ট্রাল কেজি স্কুলের ছাত্র তনুষ ব্যানার্জী তুর্যকে টিকা দেওয়ার মধ্যদিয়েশুভসূচনা  টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়। তনুষ ব্যানার্জী তুর্য উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর ছেলে। একই সাথে শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী উম্মে হাফসা ও উম্মে হাবিবাকে টাইফয়েড টিকা প্রদানের মধ্যে দিয়ে মাসব্যাপী টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী।
উদ্বোধনের আগে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী।
শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসেম আলী মণ্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, মাগুরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. এজাজ আহমেদ রোচি, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি  ড.  মুসাফির নজরুল প্রমূখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েত হোসেন, জেলা স্যানেটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) অচিন্ত্য কুমার সাহা, ইপিআই টেকনোলজিষ্ট তুষার কান্তি ঢালী, শ্রীপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. নাসিরুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক, স্বাস্থ্য সহকারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
উল্লেখ্য রবিবার (১২ অক্টোবর) থেকে উপজেলার ৮৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১২৬টি অন্যান্য শিক্ষা  প্রতিষ্ঠানে ও ১৯২ টি ইপিআই সেন্টারে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। ইতিমধ্যে উপজেলার ৪৬ হাজার ১’শ ৯ জন শিশু এ টিকা প্রাপ্তির জন্য রেজিষ্ট্রেশনের করেছে। এ টিকাদান কর্মসূচী আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।
October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: