মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুর উপজেলার পূর্ব শ্রীকোল গ্রামের কৃষক শাহীন আহম্মেদ।অনেক কষ্টে তৈরী করা তার বাগানটি রাতের অন্ধকারে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। তার দু’শতাধীক ধরন্ত পেঁপেঁ গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা । বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ কৃষক শাহীন আহম্মেদ জানান, উপজেলা খামারপাড়া এলাকায় তার ক্ষেতে প্রায় তিনশত পেঁপেঁ গাছ রোপন করেছেন। গাছে সবে মাত্র ফল ধরতে শুরু করেছে । ফলনও হয়েছে আশানুরূপ এবং বাগানের বেশকিছু পেঁপেঁ বিক্রিও হয়েছে। ।
কিন্তু গত বুধবার গভীর রাতে কে বা কারা শত্রুতা করে বাগানের দু’শতাধীক ফলন্ত গাছ কেটে সাবাড় করে দিয়েছে ।
এতে তার প্রায় লক্ষাধীক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে তিনি জানান।