শালিখায় সংঘাতের হাত থেকে রক্ষা পেতে বিরোধপূর্ণ জমির ধান জব্দ

মাগুরানিউজ.কমঃ 

Rice-1416285249

মাগুরার শালিখা থানার পুলিশ আদালতে মামলা সংক্রান্ত বিরোধপূর্ণ জমির ধান জব্দ করে সংঘাতের হাত থেকে রক্ষা করেছে এলাকাবাসীকে।

জানা যায়, উপজেলার তিলখড়ি গ্রামের মুক্তিযোদ্ধা ওয়াদুদ মন্ডল, সাইদ মন্ডল ও মৃত বারেক মন্ডল ১৯৮৩ সালে আফসার লস্কারগং দের কাছ থেকে ৩০ শতক জমি ক্রয় করে। দলিল মোতাবেক সাবেক ১০৪, বর্তমান ১৪৫ দাগে ২০ শতক, বর্তমান ২৮৭ দাগে ৫ শতক ও ২৭৫ দাগে ৫ শতক সহ মোট ৩০ শতক জমি ভোগদখল করে আসছে তারা। কিন্তু ঐ জমি বর্তমানে তাদের নামে রেকর্ড না হয়ে ২০ শতক জমি গ্রামের লক্ষের স্ত্রী রসময়ির নামে রেকর্ড হয়েছে এবং বাকী ১০ শতক মঙ্গল ও পঞ্চাননের নামে রেকর্ড হলেও তারা জমি দখল করতে পারেনি।

ফলে জমি ক্রয়ের মালিকরা ও রেকর্ডিয় মালিকরা জমি দখলের চেষ্টা করে চলতি মৌসুমে ওয়াদুদ মন্ডলরা ২০ শতক জমিতে ধান লাগায়। বাকী ১০ শতকে রেকর্ডীয় মালিকরা ধান লাগায়। এরপর ১৪ সেপ্টেম্বর গত আদালতে রেকর্ড সংশোধনের মামলা করেন ওয়াদুদ মন্ডল। মামলাটি বর্তমানে চলমান রয়েছে। সকালে বিরোধ পূর্ণ ঐ জমির ধান কাটার সময় পুলিশ খবর পেয়ে এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে ২০ শতক জমির ধান সিংড়া ফাঁড়িতে নিয়ে আসে।

এ ব্যাপারে ফাঁড়ির ইনচার্জ আনিচুর রহমান বলেন, আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশংকায় এই ধান জব্দ করা হয়েছে। কাগজপত্র যাচাই করে প্রকৃত মালিকদের ধান ফেরত দেয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: