মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
ন্যায্য ও সম্ভবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুন্যের ক্ষমতায়ন এই প্রতিপাদ্যের বিষয়ে মাগুরার শালিখায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷আজ সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফারুক হোসেন৷ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন, বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী মোঃ নায়েব আলি বিশ্বাস, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রন ডাঃ আরিফুজ্জামান৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিল্টন কুমার দে৷ অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন পরিদর্শক মিটুল হোসেন, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমূখ৷ সভায় বাল্যবিবাহ বন্ধ ও জনসংখ্যা নিয়ন্ত্রন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করায়৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, এফপিআই মোঃ মাছুদুর রহমান৷ অনুষ্ঠান শেষে স্বফলতা অর্জনকারীদের মাঝে বিভিন্ন ক্যাটাগারীতে সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়৷