মাগুরানিউজ.কমঃ
সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিহত করে উন্নত দেশ গড়ার শপথের মধ্য দিয়ে মাগুরাতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে স্টেডিয়ামে কুচকাওয়াজ, পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শোভাযাত্রা, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, আলোকচিত্র, তথ্যচিত্র প্রদর্শনী প্রভৃতি। এসব কর্মসূচিতে সহিংসতামুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
মাগুরাবাসি, আপনাদের যেকোনো প্রকাশযোগ্য আয়োজন, উদ্দোগ, প্রাপ্তি, সাফল্য, আমাদেরকে জানান। লিখুন গল্প-কবিতা, লিখুন মাগুরার অজানাকে আর জানান বিশ্বজোড়া মাগুরার নতুন প্রজন্মকে। মাগুরাকে তুলে ধরুন-এগিয়ে নিয়ে চলুন মাগুরাকে। বিস্তারিত জানতে ফোন করতে পারেন ০১৮৫৫ ৪৮ ৫৫ ৩৮ নাম্বারে।
মাগুরার সব খবর সারাবিশ্বে সবার আগে পৌছেদিতে অবিরাম কাজ করে চলেছে একঝাক চৌকস ঝকঝকে তরুন-তরুনীর টিম। চলছে তথ্য গবেষনা।
মাগুরার সাথে সবসময় মাগুরানিউজ। যেখানেই থাকুন, মাগুরানিউজ‘র সাথে থাকুন – মাগুরার সাথে থাকুন।
সবাইকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা।
ছবিতে স্বাধীনতা ও জাতীয় দিবসে মাগুরা- ৩