মাগুরা জেলা ফ্রিল্যান্সার টু এন্টারপ্রেনার্স কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তারেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মাসুদ আহমদ।
মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইন্টারনেটের মাধ্যমে আয়কে উৎসাহিত করতে ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হিসেবে তৈরি বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের নেওয়া ‘ফ্রিল্যান্সার টু এন্টারপ্রেনার্স’ এর লোগো উন্মোচন করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, এনজিওসহ সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঢাকা থেকে অনলাইনে সরাসরি সম্পৃক্ত হন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান। সভা থেকে জেলার ৪ উপজেলায় সর্বমোট ৪০ জন উদ্যোক্তা তৈরির বিষয়ে নজরুল ইসলাম খানকে জানানো হয়। পরে এ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।